ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অষ্টমীতে ইটিভির ফোনোলাইভ কনসার্টে গাইবেন দেবলীনা, সমরজিৎ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

দুর্গাপূজার অষ্টমীর দিন একুশে টেলিভিশনের আকর্ষনীয় আয়োজন ফোনোলাইভ স্টুডিও কনসার্টের তৃতীয় পর্ব প্রচারিত হবে।

সোমবার (৩ অক্টোবর)  রাত সাড়ে ১১টায় শুরু হওয়া এই পর্বে অতিথি হয়ে আসছেন কণ্ঠশিল্পী দেবলীনা সুর ও সমরজিৎ রায়।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসরাফিল শাহীন।

সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ দেবলীনা সুর। প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে যারা সঙ্গীতচর্চা করছেন তিনি তাদের একজন। বর্তমানে দেশের অধিকাংশ টেলিভিশন চ্যানেলসহ মঞ্চে রবীন্দ্রসংগীতের পাশাপাশি পঞ্চকবির গান, আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন দেবলীনা। এছাড়াও সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও করেন তিনি। দেবলীনা বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী।

অপর শিল্পী সমরজিৎ রায় এই সময়ের জনপ্রিয় ও গুণী সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম। সঙ্গীত জীবনের শুরুতে চট্টগ্রাম আর্য্য সঙ্গীতের উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর কাছ থেকে শিক্ষা লাভের পর ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞদের কাছে বিভিন্ন সময় তালিম নেন তিনি। সমরজিৎ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত একজন নিয়মিত শিল্পী। তাছাড়া তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত একজন সুরকারও।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি